একই সাথে ব্যবহার করুণ MS Word ২০০৩ আর ২০০৭

কিছুদিন আগে অনেক চেষ্টা করেছিলাম ২০০৭ চালাবো কিন্তু ২০০৭ সেটআপ দিলে ২০০৩ আর চালু হয় না, পড়েছিলাম মহা ঝামেলা চালাতে হবে আমাকে অফিস ২০০৩ আর ২০০৭ একসাথে পেয়ে গেলাম সমাধান। তাই এবার আপনি ও পারবেন আমার মত অফিস ২০০৩ আর ২০০৭ একসাথে ব্যবহার করতে।

প্রথমে অফিস ২০০৩ সেটআপ দিন।

এবার  অফিস ২০০৭ এর  Setup বাটনে ক্লিক করে,  Serial নাম্বার দিয়ে Continue বাটনে এ ক্লিক করুন।01

 

এবার Choose the installation you want বক্স থেকে Customize বাটনে ক্লিক করুণ ।

 

 

02

Customize বাটনে ক্লিক করলে  নিচের মত একটি বক্স আসবে।  এখন  Keep all previous version রেডিও বাটনে ক্লিক করে । Install Now বাটনে ক্লিক করুণ।

 

 

 

 

 

 

031

ইন্সটল হতে কিছুক্ষন সময় নিবে, Install হয়ে গেলে MS Word ২০০৭ বাটনে চালু করুণ অফিস ওয়ার্ড ২০০৩ চালু অবস্থায়।

Updated: August 24, 2015 — 11:42 am
Copyright @ 2015-2019 All Right Reserved Ansari IT ।।