জনাব মুহাঃ রফিকুল ইসলাম আনছারী (পরিচিতি)

Photoজনাব মুহাঃ রফিকুল ইসলাম আনছারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এম.এ. ডিগ্রী অর্জন করে ১৯৯২ খ্রিস্টাব্দে সরকারী অনুমোদন নিয়ে কুড়িগ্রাম জেলাধীন উলিপুর উপজেলায় ‘আনছারী কমার্শিয়াল ইনষ্টিটিউট’ নামে একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। জেলার প্রথম কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যা আজও ‘আনছারী আইটি’ নামে হাজারো শিক্ষিত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানে সহায়তা করে যাচ্ছে।

তৃণমূল পর্যায়ে কম্পিউটার শিক্ষার যে সম্ভাবনার দুয়ার, তা বাস্তবায়নে আমাদের দেশে বাংলাভাষায় কম্পিউটার বিষয়ক কোর্স ম্যাটেরিয়ালের অভাব লক্ষণীয়। তাঁর এ বাস্তব ধারণা থেকে তিনি পূর্নাঙ্গ কোর্স বুকের অভাব পূরণে দেশীয় শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনায় রেখে কম্পিউটার বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু কোর্স বুক রচনা করে যাচ্ছেন।

তিনি বর্তমানে একই উপজেলার গুনাইগাছ আরিফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

Copyright @ 2015-2019 All Right Reserved Ansari IT ।।