বর্তমান বিশ্বের প্রায় সবকিছুই তথ্য প্রযুক্তি (IT) নির্ভর। অথচ বিশ্বের অন্যসব দেশের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। তথ্যপ্রযুক্তির সুফল তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে না পারলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়।
দেশের উত্তরাঞ্চলের একটি অনগ্রসর জেলা কুড়িগ্রাম। প্রচুর মেধা ও সম্ভাবনা সত্ত্বেও সুযোগের অভাবে এখানে তৈরী হচ্ছে না তথ্যপ্রযুক্তি শিক্ষিত মানুষ। বিষয়টির উপলদ্ধি থেকে বিগত ১৯৯২ খ্রি. সনে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় প্রতিষ্ঠিত হয় জেলার প্রথম কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান ‘আনছারী কমার্শিয়াল ইন্সটিটিউট’। যা পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন নিয়ে ‘আনছারী আইটি’ নামে হাজারো শিক্ষিত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানে সহায়তা করে যাচ্ছে।
1Win поддерживает круглосуточную работу, позволяя делать ставки в любое время суток.